গ্রিজ : গ্রিজ হচ্ছে এক ধরনের আংশিক কঠিন লুব্রিকেন্ট। যে সকল ক্ষেত্রে তরল লুব্রিকেন্ট ব্যবহার করা যায় না এবং যে ক্ষেত্রে তরল লুব্রিকেন্ট তার অবস্থান ধরে রাখতে পারে না, সে সকল ক্ষেত্রে গ্রিজ ব্যবহার করা হয়। যেমন- কলকারখানার বিয়ারিং, গিয়ার এসব ক্ষেত্রে গ্রিজ ব্যবহার হয়ে থাকে। এ কোম্পানি বিশ্ববিখ্যাত মবিল ব্র্যান্ডের গ্রিজ বাজারজাত করে থাকে।